বামপন্থীর ঘৃণা শেখায়, তারা মূলোৎপাটনের কথা বলে: পানি সম্পদমন্ত্রী

pirojpur pic -24-5জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন ছাড়া আর কোনও পন্থা নেই। যারা নির্বাচন বর্জন করে তারা এদেশে আলাদা কিছু করতে চায়, সেটা সম্ভব নয়। আমরা সহিষ্ণু রাজনীতি করি, হিংসার রাজনীতি করি না। বামপন্থীরা ঘৃণা শেখায়, তারা মূলোৎপাটনের কথা বলে। ভিন্ন ভিন্ন দল, ভিন্ন ভিন্ন রাজনীতি থাকবে। তাদের সঙ্গে একসঙ্গে বসা যাবে না; এমন কোনও কথা নেই। রমজান মাস ধৈর্য ধারণের মাস । রমজানে একে অন্যের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক হবে, আমরা সব সময় ধৈর্য ধারণ করব।

বৃহস্পতিবার পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা জাতীয় পার্টি (জেপি) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা জেপি আহ্বায়ক মনিরুল হক মনি জোমাদ্দার। উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমী, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু প্রমুখ।

এর আগে দুপুরে আনোয়ার হোসেন মঞ্জু তার বাসভবনে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি বলেন, বিগত ৩২ বছর নির্বাচন করছি, কিন্তু কোনও দিন পেশীশক্তি দেখাইনি। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখা গেছে কোথাও কোথাও মাস্তানরা ভোট কেন্দ্রে সন্ত্রাস করেছে। নির্বাচনের পরে সহিংসতার ঘটনাও ঘটেছে, যার বিচার আজও হয়নি। আগামীতে আমাদের সম্মিলিতভাবে ভোটকেন্দ্রে মাস্তানদের প্রতিহত করতে হবে। আগামী সংসদ নির্বাচনে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচন করতে হবে। নেতাদের সঠিক নেতৃত্ব দিতে হবে।

ভিটাবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধার সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, জেপি’র উপজেলা সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ।