কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

বন্দুকযুদ্ধকুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হালিম মণ্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার (২৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে শহরের হাউজিং ‘ডি’ ব্লক মাঠে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে  জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত হালিম মণ্ডল সদর উপজলার বড়িয়া গ্রামের সেলিম মণ্ডলের ছেলে।

পুলিশের দাবি, নিহত হালিম মণ্ডল একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

পুলিশের আহত সদস্যরাভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মাদক দ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী শহরের হাউজিং ‘ডি’ ব্লক মাঠে অবস্থান করছে, এমন গোপন সংবাদ পেয়ে মডেল থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় চার পুলিশ সদস্য আহত হন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, ‘পুলিশ জানতে পেরেছে যে, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী হালিম মণ্ডল। সে পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি শুটার গান, একটি পাইপ গান, তিন রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

আরও পড়ুন:

টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ ওয়ার্ড কাউন্সিলর একরাম নিহত

শৈলকুপায় গোলাগুলিতে অজ্ঞাত ‘মাদক ব্যবসায়ী’ নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

মাদকের গডফাদাররা স্পটে থাকে না: মনিরুল

কড়াইল ও টিটিপাড়া বস্তিতে অভিযানে আটক ৫২

ওসির বিরুদ্ধেই যখন মাদক ব্যবসার অভিযোগ