মতলবে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

বন্দুকযুদ্ধচাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সেলিম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের ঢাকিরগাঁও এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।

সেলিমের বাড়ি উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে।

পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ৩টার দিকে মতলব দক্ষিণ থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল চাঁদপুরের মতলব সড়কের হাজীর ডোন এলাকায় অভিযান চালিয়ে সাত মাদক মামলার আসামি সেলিমকে আটক করে। এ সময় সেলিমের সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর গুলি ও হামলা চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সেলিম গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুবউদ্দিন জানায়, এই ঘটনায় ৪ পুলিশ আহত হয়েছেন। এছাড়া ৪ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ, ১১০ পিস ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

আরও পড়ুন:

 

সোনাইমুড়ীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা হাছান নিহত

 

মাদকবিরোধী অভিযানে টেকনাফের কাউন্সিলরসহ নিহত ১১

টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ ওয়ার্ড কাউন্সিলর একরাম নিহত


ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

শৈলকুপায় গোলাগুলিতে অজ্ঞাত ‘মাদক ব্যবসায়ী’ নিহত, অস্ত্র-গুলি উদ্ধার