তথ্য প্রযুক্তিতে নাটোরের সিংড়া হবে মিনি সিঙ্গাপুর : পলক

Natore pic2 of Polokআইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভবিষ্যতে তথ্য প্রযুক্তিতে নাটোরের সিংড়া হবে মিনি সিঙ্গাপুর। সোমবার সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের শেখ কামাল আইটি অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার সারা দেশে হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করছে। কেননা সরকার দেশকে হার্ডওয়্যার ও সফটওয়্যার মেনুফ্যাকচারিং-এর হাব হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। এর মাধ্যমে দেশের যুব সমাজের যেমন কর্মসংস্থান হবে, একইসঙ্গে প্রতি বছর তথ্য প্রযুক্তি খাতে যে অর্থ বিদেশে যায়, তাও দেশের কল্যাণে ব্যয় করা সম্ভব হবে।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশের আইটি সেক্টরে এক মিলিয়ন কর্মসংস্থান নিশ্চিত করতে এবং এই খাত থেকে বছরে পাঁচ বিলিয়ন ডলার অর্জন করতে চায় সরকার। আইটি শিল্পে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য হাই-টেক পার্ক বিনিয়োগের কেন্দ্রে পরিণত হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, শেখ কামাল আইটি এন্ড ইনকিউবেশন সেন্টারে ট্রেনিং নিয়ে যুব সমাজ ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। এভাবে তথ্য-প্রযুক্তি খাতের জনবলের মাধ্যমে ২০২১ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার অর্জিত হবে। ভবিষ্যতে তথ্য প্রযুক্তিতে চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া হবে মিনি সিঙ্গাপুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিবেশন সেন্টার প্রকল্পের পরিচালক গোরী শংকর ভট্টাচার্য, সিংড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল ও মুক্তিযোদ্ধা জাবেদ পাটোয়ারী।

উল্লেখ্য, শেখ কামাল আইটি অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণে ব্যয় হবে ৪৩ কোটি ২৮ লাখ টাকা।