রাজশাহীতে প্রথম দিনে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি

রাজশাহী সিটি করপোরেশনসিলেট ও বরিশালের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আজ বুধবার (১৩ জুন) থেকে এই তিন সিটিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তবে এদিন কোনও প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। রাজশাহী জেলা নির্বাচন অফিসার আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আতিয়ার রহমান বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমরা অফিস খোলা রেখেছি। কিন্তু ঘোষণার দিন কোনও প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেনি। তফসিল অনুযায়ী ছুটির দিনসহ আজ থেকে ২৮ জুনের মধ্যে সকাল ৯টা-৫টা পর্যন্ত মেয়র, সংরক্ষিত নারী আসন ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। রিটার্নিং অফিসার ১ ও ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। আর ৩০ জুলাই ভোট গ্রহণ হবে।’ রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।