যশোর বিএনপির ২ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

এই গাড়িতে তোলা হয় বিএনপির দুই নেতাকে (ছবি- প্রতিনিধি)

যশোর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং নগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মারুফুল ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে জেলা বিএনপির এ অভিযোগের ব্যাপারে পুলিশ বলছে, ‘বিষয়টি আমাদের নলেজে নেই’।

জেলা যুবদল সভাপতি তমাল আহমেদ অভিযোগ করেন, ‘আজ (বৃহস্পতিবার) বিকালে ঈদ উপলক্ষে শহরের মুজিব সড়কে জিলা স্কুলের প্রধান গেটের কাছে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে গিয়েছিলেন সাবু ও মারুফুল ইসলাম। সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এমএম কলেজ) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রতি বছরের মতো এবারও এ কর্মসূচির আয়োজন করে। বিকাল পৌনে ৬টার দিকে একটি কার ও ৪-৫টি মোটরসাইকেলে চেপে সেখানে হাজির হয় সাদা পোশাকে থাকা একদল লোক। তারা সাবু ও মারুফকে কারটিতে উঠিয়ে নিয়ে চলে যায়।’

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও নগর কমিটির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, তারা জানতে পেরেছেন, পুলিশই নিয়ে গেছে সাবু-মারুফকে।

বিএনপি নেতারা বিভিন্ন মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন জানিয়ে তারা আরও বলেন, সাবেরুল হক ও মারুফুল ইসলাম তাদের নামে থাকা ‘রাজনৈতিক মামলাগুলোতে’ জামিনে আছেন। ঈদের আগ মুহূর্তে এমন একটি ‘নিরীহ কর্মসূচি’ থেকে নেতাদের ধরে নিয়ে যাওয়া খুবই দুঃখজনক।

তবে এ অভিযোগের ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ওই দুই নেতাকে আটকের বিষয়টি আমার নলেজে নেই।’ একই কথা বলেন জেলা ডিবির ওসি মনিরুজ্জামান।