হিলিতে এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা

হিলি স্থলবন্দরএক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ১০ টাকা। এক  সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১০ থেকে থেকে ১২টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ঈদের আগে গড়ে প্রতিদিন ৫০ থেকে ৫৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। ঈদের ছুটি শেষে মঙ্গলবার বন্দর চালুর দিনে বন্দর দিয়ে ৩২টি ট্রাকে ৬৪০টন পেঁয়াজ আমদানি হয়েছে এবং বুধবার বন্দর দিয়ে ৪০টি ট্রাকে ৮শ’ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে ভারত থেকে বন্দর দিয়ে নাসিক ইন্দোর ও রাজস্থান জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানিকৃত এসব জাতের পেঁয়াজ পাইকারিতে প্রকারভেদে ২০ টাকা থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঈদের আগে এসব পেঁয়াজ প্রকারভেদে ১০ টাকা থেকে ১২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ খুচরাতে প্রকারভেদে বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২২টাকা কেজি দরে। ঈদের আগে আমদানিকৃত এসব পেঁয়াজ প্রকারভেদে ১০ টাকা থেকে ১৫টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মামুনুর রশীদ লেবু ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ঈদুল ফিতুর উপলক্ষে হিলি স্থলবন্দরসহ দেশের সবগুলো স্থলবন্দর দিয়ে ৪ থেকে ৬ দিন ধরে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। এ কারণে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ  কম রয়েছে। এছাড়াও স্থলবন্দর বন্ধ থাকায় ভারতের মোকামগুলোতে পেঁয়াজের উৎপাদন বন্ধ ছিল। এ কারণে ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় ও ভারতের বিভিন্ন প্রদেশে পেঁয়াজের চাহিদা তৈরি হওয়ায় সেদেশের বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৪ থেকে ৫ রুপি করে বেড়ে গেছে। এ কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে।