দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং দুটি মোটরসাইকেলে আগুন দেখতে পায়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আহত আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল বলেন, ‘দিঘলিয়া উপজেলায় গণসংযোগ শেষে আমি খুলনায় ফিরছিলাম। পথে দিঘলিয়া ফেরিঘাট এলাকায় আমার ওপর হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় বহরের গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ধারালো অস্ত্রের কোপে আমার বাম হাত কেটে যায়। এসময় হামলাকারীরা কয়েক রাউন্ড গুলিও করে। হামলায় আমার বহরের দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আরও পড়ুন- খুলনা ও গাজীপুরের নির্বাচনকে বিশ্বব্যাপী বিতর্কিত করতে চেয়েছে বিএনপি: হানিফ