আটক যাত্রীর নাম সাদিকুর রহমান সামু (৩৬)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রভাকরপুর গ্রামের জালাল উদ্দিন আবিরের ছেলে। শনিবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টার ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন তিনি।
সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি স্বর্ণের বারসহ সামু নামের একজনকে আটক করেছে। ওই যাত্রী জুতার ভেতরে করে ২২টি স্বর্ণের বার নিয়ে আসে। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।’