৭৪টি ইয়াবাসহ গ্রেফতার, অতঃপর ৬ বছরের জেল

আদালতপিরোজপুরে এক মাদক মামলার রায়ে আমিনুল ইসলাম পলাশ নামের এক আসামিকে ছয় বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ জুলাই) পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ দণ্ড দেন। ২০১৪ সালে ৭৪টি ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার হয়েছিলেন তিনি।

দণ্ডপ্রাপ্ত পলাশের বাড়ি নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে। তার বাবার নাম মৃত হিঙ্গুল আলী। পিরোজপুর জেলা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী ও বর্তমানে স্বরূপকাঠি থানার উপপরিদর্শক সনজীব কুমার পাহলান জানান, ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম পলাশকে তিনি আটক করেন। এ সময় তিনি আমিনুল ইসলাম পলাশের দেহে তল্লাশি চালিয়ে ৭৪টি ইয়াবা, মাদক বিক্রির ১২ হাজার ৩৫৫ টাকা ও একটি ইয়ামাহা এফ জেড ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে আমিনুল ইসলাম পলাশের বিরুদ্ধে নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

উপপরিদর্শক সনজীব পাহলান জানান, পলাশের ভাষ্য অনুযায়ী এ মামলায় সাঈদ মোল্লা ও নাজমুল হক মোল্লাকে আসামি করা হয়। ওই বছরের ৩১ অক্টোবর নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দিন আমিনুল ইসলাম পলাশ, সাঈদ মোল্লা ও নাজমুল হক মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত সাঈদ মোল্লা ও নাজমুল হক মোল্লাকে বেকসুর খালাস দেন। আর আমিনুল ইসলাম পলাশকে ৬ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

আরও পড়ুন- স্থানীয় সালিশে কিশোরীর মাথা ন্যাড়া