খুলনা-মোংলা মহাসড়কে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

খুলনা-মোংলা মহাসড়কের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোকাররম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী। বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোকাররমের বাড়ি ফরিদপুর জেলার কানাইপুর এলাকায়। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতরা হলেন-ফয়সাল, কামাল ও মনির। তাদের বাড়ি ফরিদপুর জেলা সদরে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদ সরদার জানান, ফরিদপুর থেকে মোংলাগামী একটি মাইক্রোবাস রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচকে যায়। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও মোংলা শিল্পাঞ্চল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

আরও পড়ুন- শেরপুরের বিল থেকে তিন শিশুর লাশ উদ্ধার