কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

 



গণতান্ত্রিক আইনজীবী সমিতির মানববন্ধনকোটা সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা জজ আদালত চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মো. জামালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নাসির মিয়া ও অ্যাডভোকেট অসীম কুমার বর্ধন।
বক্তারা বলেন, কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। এ আন্দোলনে ছাত্রলীগের হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। হামলা-নির্যাতন বন্ধ ও অবিলম্বে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারির দাবি জানান বক্তারা। মানববন্ধনে আদালত প্রাঙ্গণে আসা সাধারণ মানুষও অংশ নেন।