আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে: নারায়ণ চন্দ্র চন্দ

বক্তব্য রাখছেন নারায়ণ চন্দ্র চন্দ (ছবি- প্রতিনিধি)

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘প্রতিটা সেক্টরে উন্নয়ন হচ্ছে। মাথাপিছু আয় বাড়ছে। আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। আর এর সবই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।’ শনিবার (১৪ জুলাই) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশিদের জন্য একটি আলাদা রাষ্ট্রের চিন্তা করেছিলেন। যার ফলে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম। বঙ্গবন্ধুর মূলমন্ত্র ছিল অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামো দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘এদেশের মানুষ মূলত অসাম্প্রাদায়িক। তবে কিছু মানুষ ধর্মীয় চেতনার কথা বলে উস্কানি দিয়ে মানুষকে বিপথে নেওয়ার অপচেষ্টা করছে। তবে তাদের সে অপচেষ্টা সফল হবে না।’

অরুণ কান্তি সাহার সভাপতিত্বে এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্ট্রি তপন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ মন্দির, ইসকনের আয়োজনে রথযাত্রা উৎসবে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন– নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান, চৌমুহনী পৌরসভার মেয়র আকতার হোসেন ফয়সল, নোয়াখালী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কিশোর রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন লাল সাহাসহ অনেকে।