জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছে সরকার: কেরামত আলী

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কাজী কেরামত আলী (ছবি- প্রতিনিধি)

শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, ‘জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে সরকার কাজ করছে। কৃষির উন্নয়নে সরকার ভর্তুকি দিয়ে আসছে, ২০১৮-১৯ অর্থবছরের এ ভর্তুকির পরিমাণ বেড়েছে।’

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে রাজবাড়ী সদর উপজেলায় এক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেইজ-২ প্রজেক্টের (এনএটিপি ২) আওতায় কৃষকদের নিয়ে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ফজলুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক অর্থ মো. রকিব উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান, রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব।