৭০ হাজার টন মাছ উৎপাদিত হয় পাবনায়

পাবনায় মৎস্য সপ্তাহ বিষয়ক মতবিনিময় সভাবর্তমানে পাবনা জেলায় উৎপাদিত মাছের পরিমাণ প্রায় ৭০ হাজার ১১৮ মেট্রিক টন। যা চাহিদার চেয়ে ৭ হাজার ৩৭৮ মেট্রিক টন বেশি। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় বুধবার মৎস্য কর্মকর্তারা এই তথ্য জানান।

‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠতি হয়। জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান, জেলা মৎস্য অফিসের সহকারী কর্মকর্তা আয়নাল হক প্রমুখ।

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশেষ বর্ণাঢ্য র‌্যালি, হাট-বাজারে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ সভা, মৎস্যমেলা, ফরমালিনবিরোধী অভিযানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এবারের মৎস্য সপ্তাহ ১৮ জুলাই থেকে ২২ জুলাই উদযাপিত হবে বলেও সভায় জানানো হয়।

আরও পড়ুন- সাঙ্গু নদীর ৩৯ প্রজাতির মাছের বেশিরভাগই বিলুপ্তির পথে