‘প্রভাবশালীরা চিংড়ি ঘের করায় মোংলা-ঘষিয়াখালী চ্যানেল হুমকির মুখে’

মোংলা-ঘষিয়াখালী চ্যানেল৮৩টি খাল আটকিয়ে স্থানীয় প্রভাবশালীরা চিংড়ি ঘের করায় মোংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেল হুমকির মুখে পড়ে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। তিনি জানিয়েছেন, চ্যানেলটির নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে পানি উন্নয়ন বোর্ড ৫৫০ কোটি টাকা ব্যয়ে গত ১৮ মে থেকে ওই সব খাল খননের কাজ শুরু করেছে।

বুধবার (১৮ জুলাই)  এ নৌ চ্যানেল পরিদর্শনকালে সচিব এই কথা বলেন। ৮৩ টি সরকারি খাল পুনঃখনন দেখতে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব মোংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেল পরিদর্শন করেছেন। করেন। দ্রুত এ ৮৩ টি খাল খনন বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের সচিব দিক নির্দেশনা দেন বলে জানান মোংলা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।

সময় আরও উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগের প্রধান প্রকৌশলী মো. লুৎফুর রহমানসহ কর্মকর্তারা।