বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ১

ট্রলার ডুবিঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে ১৭ জেলে নিখোঁজের ঘটনায় ১৬ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও এক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি। ভাই ভাই নামের একটি ট্রলারের সহযোগিতায় নিখোঁজ জেলেদের উদ্ধার করা হয়।

এখনও নিখোঁজ থাকা জেলের নাম আমির হোসেন।তিনি ওই ট্রলারের বাবুর্চির কাজ করতেন।

শনিবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি তরিকুল-১ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক মাছ ধরার ট্রলার উদ্ধার অভিযান চালায়। পরে ভাই ভাই ট্রলারের নান্না মাঝি জেলেদের উদ্ধার করে।
নিখোঁজ জেলের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন-

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৭ জেলে নিখোঁজ