ভোট দিলেন না বুলবুল

ভোটকেন্দ্রে বুলবুলের অবস্থানরাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ভোট দেবেন না বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে দেশে গণতন্ত্র নেই সেখানে আমার ভোট দিয়ে কোনও লাভ নেই। কারও সঙ্গে কোনও ঝামেলাও করতে আমি রাজি নই।’

নিজের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘এটা ভোট বর্জন নয়, প্রতিবাদ।’ চারটায় ভোট শেষ হওয়ার পর প্রতিক্রিয়া জানাবেন বুলবুল।

ভোট শুরুর আগেই বিএনপির পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে রাজশাহী মহানগরীর বিনোদপুর ইসলামিয়া কলেজে অবস্থান নেন মেয়র প্রার্থী বুলবুল। সোমবার সকাল ৮টার দিকে নগরীর স্যাটেলাইট কেন্দ্রে তার ভোট দেওয়ার কথা ছিল। তবে তিনি একই স্থানে অবস্থান নেন। তিনি এই কেন্দ্রে ব্যালটের হিসাব দাবি করেছেন।

জানা গেছে, সোমবার (৩০ জুলাই) সকালে নগরীর বিনোদপুর ইসলামিয়া কলেজে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। পরবর্তীতে ধানের শীষের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয় এমন অভিযোগ শুনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে পৌঁছান। পরে তার পোলিং এজেন্টদের পুনরায় প্রবেশ করার আদেশ দিলেও তারা বুথে প্রবেশ করেননি। পরবর্তীতে নিজ পোলিং এজেন্টদের বের করে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রের বাইরেই অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি।

বিএনপির এই প্রার্থীর অভিযোগ, ওই কেন্দ্রে মেয়র প্রার্থীর ব্যালট শেষ হয়ে গেছে। তাই তিনি প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালটের হিসাব চেয়েছেন। তিনি বলেছেন, ব্যালটের হিসাব না পেলে তিনি সেখান থেকে যাবেন না।

আরও পড়ুন- রাজশাহীতে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ