যুবলীগ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ঝালকাঠিঝালকাঠির নলছিটিতে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গুরুতর আহত যুবলীগ নেতা মো. নুরে আলম খান বাদী হয়ে রবিবার রাতে নলছিটি থানায় এ মামলা দায়ের করলেও গত তিন দিনে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ইমাম (৩০), কলেজ ছাত্রলীগ নেতা সুজন মাহমুদ ওরফে সুজন  (২৭) ও হামিদুল ইসলাম সোহাগ ওরফে সোহাগ (২৫)। এছাড়াও মামলায় অজ্ঞাতপরিচয় ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নুরে আলম পুবালী ব্যাংক থেকে টাকা তুলে গত রবিবার দেড়টার দিকে বাড়ি ফিরছিলেন। পূর্বশত্রুতার জের ধরে ওই তিন ছাত্রলীগ নেতা দলবল নিয়ে চায়নামাঠ সংলগ্ন মনিরের চায়ের দোকানের সামনে তার পথরোধ করে। এসময় আসামিরা হত্যার উদ্দেশ্যে লোহার রড ও পাইপ দিয়ে নুরে আলমকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তার গোঙানি শুনে ছুটে এলে নুরে আলমের পকেটে থাকা নগদ ৬১ হাজার ৬০১ টাকা নিয়ে আসামিরা পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মোল্লা জানান, ‘মামলা দায়েরের পর ওই দিন রাতেই আসামিদের গ্রেফতার করতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে তাদের পাওয়া যায়নি। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।’

আরও পড়ুন- ২৫ জেলের মুক্তিপণ হিসেবে ১ কোটি ৩০ লাখ টাকা দাবি