বিএনপি বেপরোয়া হয়ে গেছে: কাদের

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের (ছবি- প্রতিনিধি)

বিএনপি গত ৯ বছরে ৯ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আন্দোলনে ব্যর্থ ও হতাশ নেতাকর্মীদের চাঙা করার জন্য মির্জা ফখরুল সাহেব এখন সরকারের বিষোদগার করছেন। তারা গত ৯ বছরে ৯ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেনি; আন্দোলন করতে পারেনি। তারা কোটা সংস্কার আন্দোলনে ভর করে ব্যর্থ হয়েছে। তারা ছাত্র-ছাত্রীদের ওপর ভর করেছে, নিরাপদ সড়কের ওপর ভর করেছে, সেখানেও ব্যর্থ হয়েছে। অবশেষে বিদেশিদের কাছে নালিশ করা শুরু করেছে। মির্জা ফখরুল সাহেব আজ বেপরোয়া ড্রাইভারের মতো হয়ে গেছেন। বিএনপি বেপরোয়া হয়ে গেছে।’

শুক্রবার (১০ আগস্ট) বিকালে গাজীপুরে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সারাদেশে সব বিআরটিএ অফিস লাইসেন্স দেবে, নবায়ন করবে। ফিটনেস সার্টিফিকেট নবায়ন করবে এবং দেবে। এখন বিআরটিএ-তে ব্যাংকের কাউন্টার বাড়ানো হচ্ছে। সেবা গ্রহণের সুবিধার্থে, টাকা জমা দেওয়ার জন্য মোবাইল ব্যাংকিং চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরিবহনে বিশৃঙ্খলা থাকলে সড়কের ক্ষতি, পরিবহনের ক্ষতি, বিআরটিএ-এর ক্ষতি, দেশের ক্ষতি এবং দেশের মানুষের ক্ষতি। তাই এ ক্ষতি থেকে বের হওয়ার জন্য বিআরটিএ-তে শৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।’

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘মওদুদের (বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ) মতো রাজনীতিক, যে মৃত মানুষের ভুয়া কাগজপত্র আদালতে জমা দিয়ে বাড়ি দখলে রাখতে চেয়েছিল, এ রকম ভুয়া ব্যারিস্টারের কথায় বাংলাদেশের তরুণ সমাজ বিভ্রান্ত হবে না।’

এসময় সেতুমন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সাসেক প্রকল্পের পরিচালক মো. ইসহাকসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।