অসম্ভবকে সম্ভাবনায় পরিণত করেছেন শেখ হাসিনা: পলক

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জুনাইদ আহমেদ পলক (ছবি- প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভবকে সম্ভাবনায় পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (১০ আগস্ট) রাতে সিংড়া পোরসভা হলরুমে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে দাবি করে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেন শেখ হাসিনা, তখন বিশ্বের অনেকেই এই কনসেপ্টের সঙ্গে পরিচিত ছিলেন না। এর পর একে একে ভারতসহ অনেক দেশ ডিজিটাল করার ঘোষণা আসে।’

শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর ‘দাবায় রাখতে পারবা না’ কথাটিকে বাস্তবরূপ দিয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘সব কাজে ইন্টারনেটের সাহায্য নিতে হবে। এতে সরকার ঘোষিত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজা, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।