দৌলতদিয়ায় কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে আলাদা ফেরিঘাট

দৌলতদিয়ায় কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে থাকছে আলাদা ফেরিঘাটপবিত্র ঈদ উল আজহার বাকি আর মাত্র কয়েক দিন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে গরু-ছাগল বোঝাই শত শত ট্রাক রাজধানী ঢাকার হাটগুলোতে অংশ নিতে পারি দেবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। ঈদের আগে তাই দৌলতদিয়া ঘাটে পড়ছে বাড়তি চাপ। এবারই প্রথমবারের মতো দৌলতদিয়ায় ৬টি ফেরিঘাটের মধ্যে একটি ঘাট থাকছে শুধু পশুবোঝাই ট্রাক পারাপারের জন্য। তবে অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী যানবাহনের সঙ্গে সবগুলো ঘাট দিয়েই পশু বোঝাই ট্রাক পারাপার করা হবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ‘পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে দৌলতদিয়া ঘাটে নানামুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীবাহী বাস ও ছোট আকারের যানবাহনের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে পশু বোঝাই ট্রাক দ্রুততার সঙ্গে ফেরিতে সিরিয়াল দেওয়া হবে। দৌলতদিয়া ঘাটে বর্তমানে ১৮টি ফেরি আছে। এর মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে। যার মধ্যে ৮টি রো রো, ২টি কে-টাইপ ও ৮টি ইউটিলিটি ফেরি। দ্রুত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে আরও দুটি ফেরি সংযুক্ত হওয়ার কথা রয়েছে।’

তিনি আরও জানান, ‘দৌলতদিয়ায় ৬টি ফেরিঘাটের মধ্যে বর্তমানে ৫টি চালু আছে। নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া থেকে ফেরি ছেড়ে আসায় দ্বিগুন সময় লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের সিরিয়াল রয়েছে।’ 

দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক ইনেসপেক্টর আবুল হোসেন জানান, ‘দৌলতদিয়া ঘাটে এই সময়ে অগ্রাধিকারভিত্তিতে গরু বোঝাই ট্রাক সিরিয়ালে ফেরিতে উঠবে। ঈদকে সামনে যাত্রীদের নিরাপত্তায় দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

আরও পড়ুন- এক সপ্তাহ পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু