আদালত থেকে পালালো মাদক মামলার আসামি, দুই পুলিশ বরখাস্ত

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম
রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়া মাদক মামলার এক আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে মাসুদ রানা নামে ওই আসামি পালিয়ে যায়। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা আকবর শাহ থানা পুলিশের এসআই ফখরুল ইসলাম ও আদালত পুলিশের কনস্টেবল হাসান চৌধুরীকে বরখাস্ত করেছেন পুলিশ কমিশনার।

পলাতক আসামি মাসুদ রানার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট এলাকায়। দেড় মাস আগে মাদক মামলায় আকবর শাহ থানা পুলিশ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী শহীদ লেইন থেকে তাকে গ্রেফতার করে।

কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইয়াবা উদ্ধারের মামলায় পলাতক মাসুদ রানাসহ তিনজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে শুনানির জন্য তাদের আদালতে নিয়ে আসা হয়। বিচারক তাদের অতিরিক্ত উপ পুলিশ কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। শুনানি শেষে তাদের ওই কক্ষে নিয়ে যাওয়ার সময় মাসুদ রানা হ্যান্ডকাফ খুলে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।’

এ বিষয়ে জানতে চাইলে আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিরা আদালত পুলিশের হেফাজতে ছিল। তদন্ত কর্মকর্তা আদালতের নির্দেশে শুনানির সময় হাজির ছিলেন। যদি কোনও গাফলতি থেকে থাকে তাহলে সেটি আদালত পুলিশের।’ তিনি এ বিষয়ে আদালত পুলিশের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তার গাফলতির কারণে আসামি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। আসামি যখন পালিয়ে যায় তখন তদন্ত কর্মকর্তা এসআই ফখরুল ইসলামের হেফাজতে ছিল। এ ঘটনায় এসআই ফখরুল ইসলাম ও আদালত পুলিশের কনস্টেবল হাসান চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার পর কমিশনারের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়েছে।’

আরও পড়ুন- ফেনীতে গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা