বাড়ির চারপাশে বাঁশের বেড়া, অবরুদ্ধ রিকশাচালকের পরিবার

বাড়ির প্রবেশপথের বাঁশের বেড়ার পাশে অবরুদ্ধ পরিবারের সদস্যরা (ছবি- প্রতিনিধি)

জামালপুর জেলার ইসলামপুরে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এতে গত ১২ আগস্ট থেকে বন্দি অবস্থায় জীবনযাপন করছেন উপজেলার পাথর্শী ইউনিয়নের শেখপাড়া গ্রামের ওই পরিবারের সদস্যরা। অবরুদ্ধ পরিবারের কর্তা রিকশাচালক সুমন মিয়ার অভিযোগ, ‘শামছুল হক নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি আমাদের বাড়ির প্রবেশ পথসহ চারপাশে বাঁশের তারের বেড়া দিয়েছেন। এসময় তিনি বেড়া অতিক্রম করলে আমাদের জানে মেরে ফেলার হুমকিও দেন।’

স্থানীয়রা জানান, ৫-৬ বছর আগে শামছুলের কাছ থেকে সোয়া ৮ শতাংশ জমি কিনে বাড়ি তৈরি করেন রিকশাচালক সুমন। এরপর থেকে ওই বাড়িতে মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন তিনি। গত ১২ আগস্ট হঠাৎ করে সুমনের বাড়ির চারপাশে বাঁশের বেড়া দেন শামছুল। এতে গত ছয় দিন ধরে ৬ সদস্যের পরিবারটি অবরুদ্ধ হয়ে আছে।

সুমন মিয়া বলেন, ‘বাঁশের বেড়া পার হলেই আমিসহ আমার পরিবারের সদস্যের জানে মারার হুমকি দিয়ে রেখেছেন শামছুল হক। এরপর থেকে বাড়ি থেকে বের হতে পারছি না।’

এ ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য গেলে সাংবাদিক পরিচয় পেয়ে পালিয়ে যান শামছুল হক। তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হননি।

পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘বেশ কিছুদিন আগে অন্য এক জায়গার জমি নিয়ে সুমনের সঙ্গে শামছুলের বিরোধ তৈরি হয়। এ বিরোধ মীমাংসা করার জন্য অনেক শালিস-বৈঠক হয়েছে। তবে শামছুল শালিসের সিদ্ধান্ত কখনও মানেনি। এর জেরে সুমনের বাড়ির চারপাশে বেড়া দিয়েছে সে। আগামীকালের মধ্যে বেড়া উপড়ে ফেলার চেষ্টা করবো আমি।’

এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ইউপি চেয়াম্যানের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’