নাটোরে ভেজাল গুড় বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে ভেজাল গুড় ও ভেজাল চিনি বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ আগস্ট) দুপুরের পর লালপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ২টার দিকে লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় এক মেট্রিকটন ভেজাল গুড়, ৩৫০ কেজি ভেজাল চিনি, ১০০টি টিনের পাত্র, ২০০টি প্লাস্টিকের ক্যারেট এবং ২০০টি মাটির পাত্র জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলো- মোহরকয়া গ্রামের আমির উদ্দিনের ছেলে বজলুর রহমান (৩৫) এবং একই গ্রামের ইঁজুর ছেলে শামসের দফাদার (৫৫)। জব্দ করা দ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন করেন নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা।