সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি পাঁচ দিন বন্ধ

সোনামসজিদ স্থলবন্দরপবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার থেকে আগামী শুক্রবার (২৪ আগস্ট) পর্যন্ত টানা পাঁচ দিন সোনামসজিদ স্থলবন্দরে সব ধরনের পণ্যের আমদানি-রফতানি বন্ধ থাকবে। সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ এবং আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, ‘পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে আজ সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত পাঁচদিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি ও সিএন্ডএফ বিষয়ক যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ আগস্ট শনিবার থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।’
তবে চিঠিতে বলা হয়েছে, বন্দরের ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে এবং দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পারবেন। সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।