গৃহকর্তার দায়ের কোপে ‘ডাকাত’ নিহত

রাঙামাটিরাঙামাটির ফুরোমন পাহাড়ে অবস্থিত টিভিমন পাড়ায় ডাকাতি করতে গিয়ে গৃহকর্তার দায়ের কোপে এক ডাকাত নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় ডাকাতদের কোপে গৃহকর্তাও আহত হয়েছেন।মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপুলিশ পরিদর্শক আবু ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘটনা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার।

আবু ইউসুফ জানান, বুধবার দিনগত রাত আনুমানিক ১২টার দিকে রাঙামাটির সাপছড়ি ইউনিয়নে অবস্থিত জেলার উঁচু পাহাড় ফুরোমনের চূড়ার কাছাকাছি অবস্থিত টিভিমন পাড়ার গ্রামপ্রধান জল কুমার কার্বাবির বাড়িতে হানা দেয় একদল ডাকাত। ৭/৮ জনের ডাকাত দলটি গৃহকর্তার বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণলঙ্কার ছিনিয়ে নিতে চাইলে গৃহকর্তার সঙ্গে ধস্তাধস্তি হয়। এসময় গৃহকর্তার দায়ের কোপে একজন ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়। ডাকাতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ দীর্ঘসময় পর পাহাড় চূড়ায় উঠে ডাকাতের লাশ নামিয়ে আনে এবং গৃহকর্তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘অনেক উঁচু পাহাড়ে উঠতে পুলিশকে বেগ পেতে হয়েছে। অনেক সময় লেগেছে আহত ও নিহতকে নামিয়ে আনতে।’

এই ঘটনায় এখনও কোনও মামলা দায়ের করা হয়নি জানিয়ে মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপুলিশ পরিদর্শক আবু ইউসুফ আরও বলেন, ‘ডাকাতের পরিচয় জানা যায়নি। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানিয়েছেন, ‘সাপছড়িতে একটি ডাকাতির ঘটনায় নিহত একজন ও আহত একজনকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।’

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আহত গৃহকর্তা যদিও বিষয়টি ডাকাতির চেষ্টা বলেই জানাচ্ছেন, কিন্তু আমরা সাধারনত পাহাড়িদের তো ডাকাতি করতে দেখি না। তাই বিষয়টির পেছনে অন্য কোনও কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছি আমরা।’

আরও পড়ুন- জর্ডান ফেরত কিশোরীর সন্তানের দায়িত্ব কে নেবে