জামিন পেলেন শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন

আদালতসমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মীরুর স্ত্রী লুৎফুন নেছা পেয়ারীর দারের করা মামলায় জামিন পেয়েছেন ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন । বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নাসির। শুনানি শেষে বিচারক নজরুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাসিম সরকার হাকিম বিষয়টি জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর সভার সাবেক মেয়র হালিমুল হক মীরুর বাড়ির সামনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মিরুর গুলিতে গুলিবিদ্ধ হয়ে পরদিন মারা যান সমকাল শাহজাদপুর প্রতিনিধি সাংবাদিক শিমুল। ওই ঘটনায় মিরু ও তার সহদর মিন্টুসহ ৩৮ জনকে আসামি করে মামলা করেন শিমুলের স্ত্রী।

অন্যদিকে, মেয়র মীরুর স্ত্রী তার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিনসহ ১৯ জনকে আসামি করে ঘটনার দীর্ঘদিন পর শাহজাদপুর আমলী আদালতে মামলা (সি. আর নং ১৮১/১৭) দায়ের করেন। মামলায় বিস্ফোরক ধারা যুক্ত থাকায় মিরুর স্ত্রীর মামলাটি দু’টি পৃথক মামলায় পরিণত হয়। বিস্ফোরক ধারার মামলাটি জেলা জজ আদালতে এবং ভাঙচুর ও লুঠপাটের মামলাটি শাহজাদপুর আমলী আদালতে ন্যস্ত হয়। এর আগে বিস্ফোরক ধারার মামলায় ভারপ্রাপ্ত মেয়র নাসির উচ্চ আদালত থেকে জামিন নিয়ে জেলা জজ আদালতে হাজিরা দিয়ে স্থায়ী জামিন পান। সর্বশেষ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহজাদপুর আমলী আদালতের মামলায় বৃহস্পতিবার সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেলেন নাসির।