পূর্বাচলে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পূর্বাচলে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারনারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা খবর দিলে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পুলিশ পূর্বাচল উপশহরের তিনশ' ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের কাছ থেকে লাশগুলো উদ্ধার করে। তবে নিহতদের পরিচয় বা তাদের হত্যার কারণ জানে না পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন ও রূপগঞ্জ থানার ওসি মুনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলেও পুলিশ জানিয়েছে। তাদের একজনের গায়ে সাদা-লাল টিশার্ট, একজনের গায়ে ধূসর রঙের শার্ট এবং অপরজনের গায়ে নীল রঙের শার্ট রয়েছে। তবে স্থানীয় কেউ বা পুলিশ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারা, কীভাবে এবং কী কারণে তাদের হত্যা করেছে সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম জানিয়েছেন, 'নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে এবং অন্যান্য তথ্য হাতে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তদন্ত শুরু হয়েছে।'

এদিকে ওসি মনিরুজ্জামান জানান, 'সাদা-লাল টিশার্ট পরা ব্যক্তির পকেটে ৬০ পিস ইয়াবা পাওয়া গেছে। আরেকজনের পকেটে থাকা মানিব্যাগে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের একটি কার্ড পাওয়া গেছে। মূলত এখন কার্ডের সূত্র ধরেই নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'

আরও পড়ুন- রংপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত