রোহিঙ্গাবোঝাই দুই নৌকা ফেরালো বিজিবি

রোহিঙ্গা সংকট

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় রোহিঙ্গাবোঝাই দু’টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকা দিয়ে এ দুই রোহিঙ্গাবোঝাই নৌকা বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এ খবর নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, দুই নৌকায় ২০ জনের মতো রোহিঙ্গা ছিল, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ‘দুই নৌকায় ২০ জনের মতো রোহিঙ্গা ছিল, যারা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকা থেকে তাদের ফেরত পাঠায় বিজিবি।’

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘সীমান্ত দিয়ে রোহিঙ্গারা এখনও অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আইন-শৃঙ্খলাবাহিনী সর্তক অবস্থানে রয়েছে।’