ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্তের অভিযোগ, মুচলেকা দিয়ে ছাড়

ফেনী

ফেনীর দাগনভূঞায় একাদশ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম নামের এক স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এই ঘটনায় শরিফুলের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

জানা যায়, রবিবার দুপুরে কলেজ গেটে মোটরসাইকেল দিয়ে এক ছাত্রীর গতিরোধ করে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে হয়রানি করে ওই ছাত্রনেতা। পরে অধ্যক্ষের উপস্থিতিতে মুচলেকা নিয়ে নিজ দলের নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

শরিফুল ইসলাম সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে উত্তর করিমপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ছাত্রীকে এই ঘটনা ছড়াও নানাভাবে হয়রানি করার বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন শিক্ষাথীর অভিভাবক। শরিফুল এই ঘটনায় ক্ষমা চেয়েছে এবং আর কখনও এমন করবেনা বলে মুচলেকা দেওয়ায় তাকে রবিবার বিকালে কলেজ ছাত্রলীগের নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’