মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লা

কুমিল্লা সদর উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মো. শহিদ উল্লাহ (৫২) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, রিপন (২৩) নামে এক মাদক ব্যবসায়ী ওই প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়া মেহের গ্রামে এ ঘটনা ঘটে। চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই আবদুল হান্নান ও জামাল এসব তথ্য জানান।

নিহত শহিদ উল্লাহ জগন্নাথপুর ইউনিয়নের জোড়া মেহের গ্রামের মনতাজ মিয়ার ছেলে। মাদক ব্যবসায়ী রিপন একই গ্রামের কমল আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ (মঙ্গলবার) রাত ৮টায় বাড়ি থেকে মসজিদের দিকে যাওয়ার পথে শহিদ উল্লাহের ওপর আতর্কিতে হামলা চালায় রিপন। এসময় সে শহিদ উল্লাহকে কুপিয়ে পালিয়ে যায়। শহিদ উল্লাহের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন এবং রক্তাক্ত শহিদ উল্লাহকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শহিদ উল্লাহকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, কয়েক দিন আগে রিপনকে এলাকায় মাদক বিক্রিতে বাধা দেন শহিদ উল্লাহ। এতে সে ক্ষুব্ধ হয়ে উঠে। এ ঘটনার জেরে আজ শহিদ উল্লাহকে কুপিয়েছে রিপন।

এসআই আবদুল হান্নান ও জামাল বলেন, শহিদ উল্লাহর মুখে-বুকে ও পিঠে কোপের একাধিক চিহ্ন রয়েছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশ রয়েছে। বুধবার লাশের ময়নাতদন্ত হবে।