প্রার্থী মনোনয়ন নিয়ে মিথ্যাচার না করার অনুরোধ আ.লীগ নেতাদের

গাজীপুরে আওয়ামী লীগ নেতাদের গণসংযোগআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন নিয়ে কাউকে মিথ্যাচার না করার অনুরোধ করেছেন দলের নেতারা। বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে নৌকা মার্কার পক্ষে গণসংযোগের পর পথসভায় এ অনুরোধ জানানো হয়। বুধবার দিনব্যাপী জৈনাবাজারের বিভিন্ন অলিগলি, শিক্ষা, ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক ও  সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে গণসংযোগ করা হয়।

গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়াল গড়-মির্জাপুর) আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলীর ছেলে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সহসম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় এ গণসংযোগ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কাউকে মিথ্যাচার না করার অনুরোধ করেন।

গণসংযোগ শেষে সন্ধ্যায় জৈনা বাজারে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল। গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু, শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাহার হোসেন মিলন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর পৌর যুবলীগ নেতা হাসানুল ইসলাম আকন্দ শাওন প্রমুখ।