‘ড. কামাল-বি. চৌধুরীরা মূলত খালেদা জিয়াকে বাঁচাতে মাঠে নেমেছেন’

অনুষ্ঠানে অন্যদের মাঝে তথ্যমন্ত্রী (ছবি- প্রতিনিধি)

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেন ও বি. চৌধুরীরা হঠাৎ মাঠে নেমেছেন। তারা মূলত খালেদা জিয়াকে বাঁচাতে মাঠে নেমেছেন। তবে দেশের মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় জাসদ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ড. কামালরা শেখ হাসিনাকে পছন্দ করেন না। তারা দুর্নীতিবাজ, জঙ্গিদের আশ্রয়দাতা খালেদা জিয়াকে পছন্দ করেন। মুখে সরকারের পদত্যাগের কথা বললেও তাদের মূল এজেন্ডা খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। কিন্তু দেশের মানুষ অতীতে তাদের বয়কট করেছে, আগামীতেও তাদের প্রত্যাখ্যান করবে।’

তিনি বলেন, ‘তারা যাতে আর কোনও দিন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখে, সেজন্য দেশের মানুষ তাদের চিরদিনের জন্য বয়কট করবে।’

রংপুর-২ আসন বদরগঞ্জ-তারাগঞ্জ এলাকায় জাসদ মনোনীত প্রার্থী কুমারেশ রায়কে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘এ জনসভা প্রমাণ করে এই এলাকার জনগণ তার পাশে আছে।’

উপজেলা জাসদ সভাপতি কুমারেশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– কেন্দ্রীয় নেতা ড. একরামুল হোসেন স্বপনসহ অনেকে।