নাটোরে ভ্যানচালককে বাঁচাতে ইউএনও’র গাড়ি খাদে, আহত ৫

দুর্ঘটনা কবলিত ইউএনও’র গাড়ি

নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় এক ভ্যানচালককে বাঁচাতে গিয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি উল্টে খাদে পড়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পাঁচ জন আহত হয়েছেন।

জেলা প্রশাসক শাহিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন ও স্থানীয়রা জানান, নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট খেলায় বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে আসছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউএনও’র গাড়িটি ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছে। এ সময় পাশের বাঁক ওভারটেক করতে গিয়ে সামনে পড়ে যায় একটি ভ্যান রিকশা। ভ্যানচালককে বাঁচাতে ইউএনও’র গাড়িচালক নাসির উদ্দিন গাড়ি ঘোড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।  সামনের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে  ধাক্কা খেয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, গাড়ির চালক, নিরাপত্তা প্রহরী জাহাঙ্গীর হোসেন ও  মালেক শেখ এবং ভ্যানচালক ওলিলুর রহমান আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, খবর পেয়ে তিনি আহতদের দেখতে গিয়েছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কেউ গুরুতর আহত নন বলে জানান তিনি।