কসবায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ট্রেন চলাচল শুরু

৩৩৩

ব্রাহ্মণবাড়িয়া কসবার ইমামবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় ইঞ্জিনসহ মালবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার ৫ ঘণ্টা পর আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনার তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় সংকেত ও যোগাযোগ প্রকৌশলী জাহিদ আরেফিন ও রেলওয়ে পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা রতন কুমার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ইমামবাড়ি রেলওয়ে ষ্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর দুপুর ১টা থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা এবং সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া থেকে উদ্ধারকারী দুটি রিলিফ-ট্রেন দুর্ঘটনাস্থলে এসে দুপুর ২টার দিকে উদ্ধার কাজ শুরু করেন। পাশাপাশি চট্টগ্রাম থেকে রেলওয়ের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হন।

তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও খবর: 
কসবায় ইঞ্জিনসহ ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ