রাবিতে মাদক ব্যবসায়ী সন্দেহে যুবককে মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক ব্যবসায়ী সন্দেহে এক যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই যুবকের নাম আরিফুল হক আরিফ ৩০)। তিনি নাটোরের বড়াইগ্রাম থানার আহাম্মদপুর গ্রামে আবুল কালামের ছেলে। আরিফুল পেশায় অটোচালক। শিক্ষার্থীদের মারধরের পর তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে মাদার বখ্শ হলের প্রথম ব্লকের তিন তলায় তাকে বিভিন্ন রুমের দরজা খোলার চেষ্টা করতে দেখা যায়। আরিফ ৩০১ নম্বর কক্ষ থেকে শুরু করে পাশের অন্য কক্ষের দরজা খোলার চেষ্টা করে। যখন ৩০৮ নম্বর কক্ষের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয় তখন হলের কয়েকজন শিক্ষার্থী তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে মারধর করেন শিক্ষার্থীরা। এসময় আরিফ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি এক শিক্ষার্থীর কাছে টাকা নিতে এসেছে বলেও জানান। পরে তাকে হলের প্রাধ্যক্ষর কাছে নিয়ে যাওয়া হয়।

হলের ৩০৮ নম্বর কক্ষের একজন আবাসিক শিক্ষার্থী জানান, সকালে বাহিরে থেকে দরজা খোলার চেষ্টা করছিল আরিফ। তখন অন্য রুমের শিক্ষার্থীরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে অস্বীকার করলেও পরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হালিম বলেন, ‘হলের শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায়ে চোর সন্দেহ করে তাকে ধরে ও আমাকে ফোন করে। পরে শিক্ষার্থীরা জানতে পারে সে ইয়াবা ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে। এরপর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’