আত্রাইয়ে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেফতার

 

নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে একটি শুটারগান,  তিন রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার রাতে উপজেলার নৈদিঘী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নৈদিঘী গ্রামের মৃত সাদিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৪৬)ও ধর্মপুর গ্রামের শোকমান আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।

রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি (ভারপ্রাপ্ত) স্বজল কুমার সরকার বলেন,  গোপন খবর পেয়ে নৈদিঘী গ্রামে আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি শুটার গান, তিন রাউন্ড গুলিসহ আলমগীর হোসেন ও আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়।

স্বজল কুমার সরকার আরও বলেন,  গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আব্দুল জলিল পুলিশের তালিকাভুক্ত সর্বহারা দলের শীর্ষ ক্যাডার। তার বিরুদ্ধে একটি হত্যামামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।