‘বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে রাজাকার-জঙ্গির কাছে দেশ ইজারা দেওয়া’

বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু (ছবি– প্রতিনিধি)জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘এই মুহূর্তে যে ঐক্যটা হয়েছে, সেটা ঐক্য নয়, এর উদ্দেশ্য বিএনপিকে ক্ষমতায় বসানো। আর বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে রাজাকার-জঙ্গির কাছে দেশ ইজারা দেওয়া।’

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন জাসদের উদ্যোগে কাজীহাটা হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘নারীর সম্মান-মযার্দা-ক্ষমতা ছাড়া গণতন্ত্র অপূর্ণ। নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে বারবার দরকার।’

তিনি আরও বলেন, ‘গ্রেনেড হামলা মামলার রায় হয়েছে। উন্মুক্ত আদালতে শতাধিক লোক সাক্ষী ছিল, চুলচেরা বিশ্লেষণ শেষে এ মামলার রায় হয়েছে। বিএনপি-কামাল হোসেনরা এখন বলছে, এটা রাজনৈতিক মামলা। এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না।’

কুষ্টিয়া জেলা জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক তানজিলুর রহমান এনামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অশিত কুমার সিংহ রায় প্রমুখ।