সাভারে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক নিহত

 

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত মিজান (৩১) নামে এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) গাড়ি থেকে আবর্জনা পড়ে মহাসড়ক পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত মিজান সপরিবারে সাভারের কাতলাপুর এলাকায় বসবাস করতেন। তিনি সাভারের প্রাইম হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সালিহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাভারের প্রাইম হাসপাতালের চিকিৎসকদের ঢাকায় নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে মিজান সাভারের উদ্দেশে রওনা দেন। এর কিছুক্ষণ আগে সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ি থেকে কিছু আবর্জনা পড়ে সড়কটি পিচ্ছিল হয়ে যায়। সালিহপুর এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছলে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা আরও জানান, সিটি করপোরেশনের গাড়ি থেকে পড়ে যাওয়া আবর্জনার কারণে একই সময়ে ওই সড়ক দিয়ে আসা আরও তিন-চারটি মোটরসাইকেলের আরোহী দুর্ঘটনার কবলে পড়েছেন। এ সময় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন বলেও স্থানীয়রা জানান।