সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন

 
ককসকক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপবাসীর মৌলিক অধিকার অক্ষুণ্ন রেখে ওই দ্বীপে রাতযাপন নিষিদ্ধসহ আন্তঃ মন্ত্রণালয় গৃহীত অন্যান্য প্রস্তাবনাগুলো সংশোধনের দাবিতে  মানববন্ধন করেছে সেন্টমার্টিনবাসী। শুক্রবার (১৯ অক্টোবর) বিকাল তিনটার দিকে সেন্টমার্টিনের দ্বীপের বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, কটেজ মালিক, ব্যবসায়ীসহ প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।

সম্প্রতি সেন্টমার্টিন দ্বীপে রাতযাপন নিষিদ্ধ ও স্থানীয়দের সরিয়ে নেওয়াসহ আন্তঃমন্ত্রণালয়ে বিভিন্ন প্রস্তাবনা গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, ‘দেশের একমাত্র প্রবাল দ্বীপে মরতে চাই, এ দ্বীপে বাঁচতে চাই। এ দ্বীপবাসীর একমাত্র আয়ের উৎস পর্যটকদের কেন্দ্র করেই। ফলে পর্যটকদের রাতযাপন নিষিদ্ধ হলে শত শত মানুষ বেকার হয়ে পড়বে। পরিবেশের ক্ষতি না করে উন্নয়ন করা হোক এ দ্বীপে।’ রাতযাপন নিষিদ্ধসহ অন্য প্রস্তাবনাগুলো পুনঃ সংশোধনের দাবি জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন–  সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আবদুস সালাম, হাবিবুর রহমান খান, ব্যবসায়ী আবদুর রহমান, নুরুল আলম, রশিদ আহমদ, সাংবাদিক সিদ্দিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন– সাবেক চেয়াম্যান ফিরোজ আহমদ খান, ইউপি সদস্য ফরিদ আহমদ, নজরুল ইসলাম, নাজির আহমদ, হোটেল সী-প্রবালের মালিক এমএ রহিম জেহাদী, ব্যবসায়ী আবদুর রহমান, জিয়াউল হক জিয়াস প্রমুখ।