‘গরু চুরি করতে এসে’ গণপিটুনিতে একজনের মৃত্যু

দেবীগঞ্জ থানা, পঞ্চগড়পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে মঞ্জুরুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সোমবার (২২ অক্টোবর) গভীর রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালদিঘী গ্রামে। তিনি ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে মঞ্জুরুলসহ তিন জন গরু চুরির উদ্দেশ্যে দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা গ্রামের সফিরউদ্দিনের ছেলে বাসেত আলী ওরফে বাচ্চাউ’র গোয়াল ঘরে ঢুকে পড়ে। সেখান থেকে ২টি গরু চুরি করে পালানোর সময় বাড়ির লোকজন ঘটনা টের পায়। এসময় তাদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এসে মঞ্জুরুলকে সোনাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাতে নাতে ধরে ফেলে। অপর দুজন পালিয়ে যায়। বিক্ষুব্ধ লোকজন স্কুল মাঠে মঞ্জুরুলকে মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইউপি সদস্য হারুন-অর-রশীদ তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহ আলম একজনকে পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঞ্জুরুলের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চুরির মামলা ও হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’