মা ইলিশ রক্ষায় ৭ কিলোমিটার নৌ-র‍্যালি

মানিকগঞ্জে নৌ-র‍্যালিমা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মানিকগঞ্জের যমুনা নদীতে ৭ কিলোমিটার নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে শিবালয় উপজেলার আরিচা ঘাট থেকে জাফরগঞ্জ পর্যন্ত যমুনা নদীতে প্রায় ৭ কিলোমিটার জুড়ে দুই শতাধিক নৌকা নিয়ে নৌ-র‍্যালি করা হয়। মঙ্গলবার দুপুরে অনুষ্টিত এই র‍্যালিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মৎস্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জেলারা অংশ নেন।

এর আগে মা ইলিশ সংরক্ষণের বিষয়ে আরিচা ঘাটে যমুনার পাড়ে নৌকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জানের সভাপতিত্বে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, শিবালয় উপজেলার নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।মানিকগঞ্জে ইলিশ রক্ষায় নৌ-র‍্যালি

এসময় বক্তরা মা ইলিশ সংরক্ষণের জন্য স্থানীয় জনতা ও জেলেদের সহায়তা কামনা করেন। উল্লেখ্য, ইলিশ ধায় নিধেষাজ্ঞার এই সময়ে গত ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মানিকগঞ্জ জেলায় ১৮৯টি অভিযান চালানো হয়েছে এবং ৭৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ১.৯৩২ মেট্রিক টন মাছ, ৬৬.৫১৫ লাখ মিটার জাল উদ্ধার করা হয়েছে। ৩১১টি মামলা করা হয়েছে, ৩.৫৬ লাখ টাকা জরিমানা এবং ২৮০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।