শেরপুরে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা, সমন জারি

ব্যারিস্টার মইনুল হোসেন (ফাইল ছবি)

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় এবার শেরপুরের আদালতে সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মামলাটি আমলে নিয়ে আগামী ২০ নভেম্বর ব্যারিস্টার মইনুলকে আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

আদালতে বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। তাকে সহায়তা করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল মানসুর স্বপন, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানীসহ বেশ কয়েকজন আইনজীবী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘গত ১৬ অক্টোবর রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের ‘৭১ জার্নাল’ প্রচারিত হওয়ার সময় ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় সমগ্র নারী জাতি অপমাণিত হয়েছে এবং নারীদের মানহানি করা হয়েছে।’ তাই ব্যারিস্টার মইনুল হোসেনের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে আদালতে এ মানহানি মামলা দায়ের করেছেন বাদী।