মোংলায় কেসিসি মেয়র খালেকের নির্বাচনি শোডাউন

মোংলায় কেসিসি মেয়র খালেকের নির্বাচনি শোডাউনএকাদশ সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। শুক্রবার (৯ নভেম্বর) দিনভর তিনি মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে এ শোডাউন চালান। এসময় তার সঙ্গে স্থানীয় বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী শোডাউনে অংশ নেন।মোংলায় উন্নয়ন কাজের উদ্বোধন করেন তালুকদার আব্দুল খালেক

তবে এ শোডাউনে ছিলেন না তালুকদার খালেকের স্ত্রী সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। তিনি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেওয়া বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।

তালুকদার আব্দুল খালেক মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তফসিল ঘোষণার পর একাদশ সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে এ শোডাউন দেই। এর ফাকে আমি উপজেলার পঙ্গুর মোড়ে দুটি, চাঁদপাই মোড়ে একটি, ডেউয়াতলায় একটি, মাদুরপাল্টায় একটি, সোনাইলতলায় একটি রাস্তার এবং মিঠাখালী বাজারে বিশুদ্ধ পানির প্লান্টসহ মিঠাখালী ইউনিয়ন পরিষদের ভবনের কাজের উদ্ধোধন করি।’মোংলায় উন্নয়ন কাজের উদ্বোধন করেন তালুকদার আব্দুল খালেক

এসব প্রকল্প উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, যুবলীগ নেতা ইস্রাফিল হোসেন, কামরুজ্জামান জসিম, ইকবাল হোসেন, এরশাদ হোসেন রনি ও লিটন হোসেন নিরবসহ প্রমুখ নেতারা।