বগুড়ায় জুয়ার আসর থেকে আ.লীগ ও বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

বগুড়ার ধুনট থানা পুলিশ জুয়ার আসর থেকে আওয়ামী লীগ ও বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতারের পর মামলা করেছে। শুক্রবার (৯ নভেম্বর) দিবাগত রাতে ভান্ডারবাড়ি ইউনিয়নের কৈয়াগাড়ি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আটক জুয়াড়িদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন– ধুনট সদরের উত্তর অফিসার পাড়ার মোজাম্মেল হকের ছেলে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ধুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহাদৎ হোসেন মিলু, পশ্চিম গুয়াডহরী গ্রামের গোলাম রহমানের ছেলে গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজা (৩৬), মানিকপোটল গ্রামের গোলাম হোসেনের ছেলে ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য ফরিদুল ইসলাম ফটিক (৪৫) ও কৈয়াগাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান শামীম (৪০)।

মামলা সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার কৈয়াগাড়ি গ্রামের সাইদুর রহমান শামীমের বাড়িসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর  বসতো। এ আসরে শুধু ওই এলাকার নয়,আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নিত। জুয়ার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে পথে বসেছে এলাকার অনেক পরিবারের সদস্য। শনিবার রাত ২টার দিকে গোপনে খবর পেয়ে পুলিশ শামীমের বাড়ির জুয়ার আসরে অভিযান চালায়। সেখান থেকে জুয়ার আয়োজক শামীমসহ ওই ৪ পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৮-১০ জন জুয়াড়ি পালিয়ে যায়। ঘটনাস্থলে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা পাওয়া গেছে।

এ ঘটনায় ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মাঈনুদ্দিন জুয়া আইনে মামলা দায়ের করেছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।