বগুড়ায় খালেদা জিয়ার ৬ ও ৭ আসন ছাড়া অন্যগুলোতে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী

বগুড়াবগুড়ার অন্য পাঁচটি আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৬ ও ৭ আসনে দলের আর কেউ নির্বাচনের আগ্রহ দেখাননি। দুর্নীতির মামলায় সাজার কারণে তিনি নির্বাচনে অযোগ্য হলে লন্ডন প্রবাসী ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে নেতাকর্মীরা এখনও আশা করেন– নেত্রীই আসন দুটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেটি না হলে তার পরিবারের কোনও সদস্য। সেটাও সম্ভব না হলে নির্দেশ মোতাবেক স্থানীয় বিএনপির দায়িত্বশীল নেতারা প্রার্থী হবেন।
দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, কারাবন্দি খালেদা জিয়ার জন্য তিনটি আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বিক্রি কার্যক্রম শুরু করেছে। সোমবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বগুড়া-৬ (সদর) ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের ফরম সংগ্রহ করেন।

বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ শোকরানা, সোনাতলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মণ্ডল ও মোশাররফ হোসেন চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, সাবেক এমপি একেএম হাফিজুর রহমান, সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি ও বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মনোনয়নপত্র কিনেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল,শহর বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী হিরু, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আবদুল মুহিত তালুকদার ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট মোখলেসুর রহমান।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংস্কারপন্থী সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা, বিএনপি নেতা অ্যাডভোকেট রাফি পান্না ও মোশাররফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সংস্কারপন্থী সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি জানে আলম খোকা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শফিউজ্জামান খোকন, মাহবুবুর রহমান হারেজ ও ধুনট উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন মনোনয়নপত্র কিনেছেন।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা বাংলা ট্রিবিউনকে জানান, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য রিজার্ভ। তারেক রহমান দেশে না থাকায় তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। খালেদা জিয়া জেলে আছেন। তার পক্ষে ওই দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সকলে আশা করেন, সাজা স্থগিত হলে তিনি (খালেদা) নির্বাচন করবেন। আর কোনও কারণে সম্ভব না হলে তারেক রহমান এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। বগুড়া-৬ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এবং বগুড়া-৭ আসনে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন সম্ভাব্যপ্রার্থী।