বিএনপি নেতা সাখাওয়াত আরেক মামলায় গ্রেফতার

গ্রেফতারনারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নাশকতার আরেকটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) তাকে ফতুল্লা মডেল থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। ফতুল্লার কাশিপুর এলাকার নাশকতার একটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’

সাখাওয়াত হোসেনের স্ত্রী অ্যাডভোকেট শামীমা খান জানান, উচ্চ আদালত থেকে সাখাওয়াত হোসেন জামিন পেয়েছিলেন। কিন্তু ফতুল্লা মডেল থানার ‘গায়েবি মামলা’য় তাকে আবার গ্রেফতার দেখানো হয়েছে। আদালত ওই মামলায় আগামী ২০ নভেম্বর শুনানির তারিখ ধার্য করেছেন।

তিনি বলেন, ‘আমার স্বামী আগামী নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী। এভাবে যদি তাকে মামলায় গ্রেফতার দেখানো হয় তাহলে তিনি নির্বাচনে অংশ নেবেন কীভাবে?’

উল্লেখ্য, এর আগে গত ৫ নভেম্বর সোমবার নগরের সায়াম প্লাজা এলাকা থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে।