ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ আটক ৪১

১২

বেনাপোল পোর্ট থানার পুটখালী ও দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শিশুসহ ৪১ জন নারী-পুরুষকে আটক করেছে। শুক্রবার (১৬ নভেম্বর ) সকাল ৮টার সময় শিকড়ী ও দৌলতপুর গ্রামের মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়। তবে এসময় কোনও পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

প্রাথমিকভাবে জানা যায়, এর আগে তারা বিভিন্নভাবে অবৈধপথে ভারতে প্রবেশ করেছিল, পরে দেশে প্রবেশের পর আটক করা হয়েছে তাদের।  

আটকদের বাড়ি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ফরিদপুর, বাগেরহাট ও নড়াইলের বিভিন্ন এলাকায়।

২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ও শিকড়ী গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সুবেদার আবুল হোসেন শিকড়ী গ্রামের মাঠের মধ্যে গোপন অবস্থানে থেকে অভিযান চালিয়ে ২৩ জন পুরুষ, ৯ নারী ও ৯ জন শিশুকে আটক করে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ৪১ জন নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।