নারায়ণগঞ্জে প্রাইভেটকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

প্রাইভেটকারসহ আটক তিন ছিনতাইকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তিন ছিনতাইকারীকে প্রাইভেটকারসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। 
গ্রেফতারকৃতরা হলো–  মাদারীপুর জেলার শিবচর থানার উতরাইল এলাকার দাদন মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩০), চট্টগ্রাম সীতাকুণ্ড বাড়ইয়া ঢলো এলাকার আবদুল বাশার মিয়ার ছেলে ফরিদ (৩০) ও যশোর জেলার অভয়নগর থানার শংকর পাশা এলাকার সানাউল্লাহ মিয়ার ছেলে প্রাইভেটকার চালক ইউসুফ (৩৫)।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা সিআইডিতে কর্মরত কনস্টেবল ইমাম হাসান বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাওয়ার জন্য সাইনবোর্ড এলাকায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময়  ঢাকা মেট্রো (গ ২৫-৮৯৭৮ ) নম্বরের একটি সাদা রঙের প্রাইভেট কার কনস্টেবল ইমাম হাসানকে নারায়ণগঞ্জে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে ওঠায়। এরপর চালক সাইন বোর্ড থেকে ডানে ইউটার্ন না করে কাঁচপুরের দিকে যেতে থাকে। ওই সময় প্রাইভেটকারে থাকা আরও দুই ছিনতাইকারী কনস্টেবল ইমাম হাসানকে বেঁধে ফেলে। পরে তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা,একটি স্যামসাং মোবাইল সেট ও  আসোস কোম্পানির একটি টেপ ছিনিয়ে নিয়ে ফাঁকা রাস্তায় ফেলে দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ইমাম হাসান কাঁচপুর হাইওয়ে থানার ডিউটিরত সার্জেন্ট  মাহাবুব আলম ও টহল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামাদকে বিষয়টি জানালে তারা দ্রুত প্রাইভেটকারসহ তিন ছিনতাইকারীকে আটক করেন।

এ ব্যাপারে ইমাম হাসান বাদী হয়ে বন্দর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান,আটক তিন ছিনতাইকারীকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।